ফেসবুকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে প্রচারণা করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরি বিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই বিপ্লবের বিরুদ্ধে পোস্ট ও মন্তব্য করে।
এ কারণে আগামী ৭ কার্য দিবসের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার দফতরের সংস্থাপন শাখার একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট Samrat Sf থেকে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি একটি পোস্ট করা হয় এবং জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ফেইসবুক অ্যাকাউন্টের করা একটি পোস্টে ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন একটি বিতর্কিত মন্তব্য করেন।
যা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ৪৭(৫), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ২০১৮ এর বিধি ২(খ) এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ বিধি ৬(২) (গ) ও ১০(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
উক্ত আইন, বিধিমালা এবং নির্দেশিকা লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে কেনো শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হলো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর