
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের পুলিশ লাইন্স এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত. মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। এ চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নে একটি বসত বাড়ি করেছেন সেখানে পরিবারসহ থাকতেন। তার দুই বছরের একটি শিশু সন্তান রয়েছে।
নিহতের বন্ধু ফারুক জানান, 'নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক অর্থসহ সম্পাদক। দুর্ঘটনার আগ মুহূর্তে অফিস শেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সাথে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই নাসির মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয়।'
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, 'নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা পরবর্তী সময় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে এবং চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর