চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনের রেললাইনে কাটা পড়েন তিনি। নিহত ওয়াদুদ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার আজমত আলীর ছেলে। নিহতের পরিচয় নিশ্চিতের পর দুপুর ১টায় তার মরদেহ হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক এসআই জগদীশ চন্দ্র বসু জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে মারা যান ওয়াদুদ হোসেন। স্টেশন মাস্টার বিষয়টি জানালে মরদেহ উদ্ধার করা হয় এবং ঝিনাইদহের পিবিআই পুলিশকে জানানো হয়। পরে পিবিআই পুলিশ এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করলে দুপুরে মরদেহ হস্তান্তর করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর