
জামালপুরের সরিষাবাড়ীতে বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা এর বাসভবনে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারা দেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার বাড়িঘরে হামলায় জানালার কাচ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। মুরাদ হাসানের তিনতলা বাড়ীতে দামি ফার্নিচার না থাকায় প্লাস্টিকের চেয়ার, টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাড়ীর বাহিরে চেয়ারগুলোতে অগ্নিসংযোগ করা হয় বলে জানাগেছে।
মুরাদ হাসান ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচন হলে তাকে প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপও ভাইরাল হওয়ার পর সরকার তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই পলাতক রয়েছেন মুরাদ হাসান।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া জানান, সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর