![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণের ম্যুরাল ভেঙে ফেলেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ছাত্র জনতা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর্যালটি ভেঙে প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝখানে ফেলে রাখে। এছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।
জানা যায়, ছাত্র ও জনতা মধ্যরাতে উপজেলার কেদারগঞ্জ হাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরাল ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস লাগোয়া শেখ হাসিনার নেমপ্লেট ভেঙে ফেলে। এ সময় মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স অবস্থিত বঙ্গবন্ধুর অর্ধ ভগ্ন ম্যুরাল ভেঙে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ভাঙা অংশগুলো নিয়ে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড়ে ফেলা রাখে তারা।
স্মৃতি কমপ্লেক্সের আনসার সদস্যদের ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার পরে দলে দলে মানুষ এসে ভিড় জমায় কমপ্লেক্সটির গেটে। এ সময় আনসার সদস্যরা বাধা দিলে তারা তা শোনেনি। নিরুপায় হয়ে গেট ছেড়ে আসতে বাধ্য হয় তারা। অন্যান্য ভাস্কর্যে ক্ষতি হয়নি বলেও জানান আনসার সদস্যের কর্মকর্তা।
ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর