![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল আব্দুল আজিজ (সোনা সরদার) নামের এক কৃষকের।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মণ্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আব্দুস সালাম এর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। এসময় স্থানীয় আব্দুল আজিজ (৬০) বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে আব্দুস সালামের পক্ষ অলম্বনকারী আব্দুর রশিদের স্ত্রী রেবা বেগম (৪০) ধাক্কা দিলে কোদালের উপর পড়ে নাকে ও কপালে গুরুতর জখম হন।
পরে সোনা সরদারের ভাতিজা নাদির পারভেজ চিকিৎসার জন্য সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেনর, এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর