ছাত্রদলে অছাত্র এবং ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের কোনো সদস্য যেন অনুপ্রবেশ না করতে পারে বিষয়টি লক্ষ্য রেখে আগামীতে সদস্য সংগ্রহের জন্য তাগিদ দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিকেলে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন কালে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কেরানীগঞ্জে এক সময় সন্ত্রাসের জনপথ ছিল,নিয়মিত চাঁদাবাজি হতো । ছাত্রদলের কোন সদস্য যেন চাঁদাবাজিতে জড়িত না হয় বিষয়টি লক্ষ্য রেখে সংগঠন পরিচালনা করতে হবে। কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরবের সঞ্চালনায় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভুঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, তরিকুল ইসলাম, মুজিবুল হক রিপন সহ ছাত্রদলের ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর