সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ-৬ আসনের প্রয়াত এমপি ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান স্বপনের দুইটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার সময় বিক্ষুব্ধ লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে বিষয়টি প্রচার করেন। যা দ্রুত ভাইরাল হয়।
প্রায় ১০ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, একটি মিছিল নিয়ে গিয়ে কিছু লোকজন ওই দুইটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এসময় তারা ম্লোগান দিতে থাকেন, আওয়ামী লীগের আস্তানা সয়দাবাদে হবে না। আওয়ামী লীগের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও।
সয়দাবাদের মাটি বিএনপির ঘাঁটি। এসময় একজনকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের নেতারা জনগণের বিপুল পরিমাণ টাকা লুটপাট করে এখানে বেশ কয়েকটি বসতবাড়ি করেছে। যার কয়েকটি বিক্ষুব্ধ জনগণ ভেঙ্গে ফেলছে। ভাঙচুর শেষে তারা মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ প্রসঙ্গে প্রয়াত হাসিবুর রহমান স্বপন এমপির পরিবারের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সয়দাবাদ পুনর্বাসন ৩টি প্লটে প্রয়াত হাসিবুর রহমান স্বপন এমপির ৩টি পাকা বাসা রয়েছে। যার মধ্যে একটি একতলা ও একটি দোতলা মিলে দুইটিতে পাকা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।
হাসিবুর রহমান স্বপন এমপি করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মারা যান। এর আগেই এসব বাড়ি তিনি মেয়েদের নামে লিখে দিয়েছেন। যা লোকজনকে ভাড়া দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা থেকে আক্রান্ত এই সব বাড়ির দুরন্ত প্রায় ৫০০ মিটার। অথচ থানা পুলিশ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজী হননি।
জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থানার পাশে হলেও এরিয়াটি সদর থানার আওতাধীন। এ বিষয়ে সদর থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ন কবির শুক্রবার বিকেলে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, কিন্তু কেউ কোন অভিযোগ করেনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর