![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাড়াশের চলনবিল এলাকার ৯নং ব্রিজ পার্শ্বে বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে আটক করা হয়। এসময় ১টি প্রাইভেট কার জব্দ করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. জুয়েল বেপারী (৩২) ভোলা জেলার চরফ্যাশন থানার চর ফ্যাশন গ্রামের মো. সিরাজ বেপারীর ছেলে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র্যাব-১২ এর সদর একটি তাড়াশের চলনবিল ৯নং ব্রিজ সংলগ্ন বন্ধন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ। এসময় তার সাথে থাকা গাঁজা পরিবহণ ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার নিজস্ব প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য পরিবহণ করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর