![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি মিথ্যা। তাদের প্রচারণা ও ম্যানিফেস্টো মিথ্যা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি ফ্যাসিবাদী শক্তি। এই ফ্যাসিবাদী শক্তির কিছু সংগঠন রয়েছে। মিথ্যার ওপর তাদের ভিত্তি। তাদের প্রচারণা ও ম্যানিফেস্টো মিথ্যা।
৫ আগস্টের পর আওয়ামী লীগ এখনো স্বাধীনতা উপভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কমেন্টে হুমকি-ধমকির স্বাধীনতা উপভোগ করছে। তাদের মধ্যে কোনো ভয়-ভীতি নেই। তারা এখনো হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদকে নির্মূল করা হয়নি। আর ফ্যাসিবাদের প্রতীকগুলো রেখে দেয়া হয়েছে। ধানমন্ডি ৩২টা ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।
সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের এই আহ্বায়ক বলেন, সচিবালয়ের গতি যেন ৩২ নম্বরের মতো না হয়। আওয়ামী লীগ আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আপনারা জনগণের সেবা করতে আসছেন। জনগণের প্রতি আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, কোনো রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না।
এই প্রত্যয় ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে, আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেয়া হবে।
সচিব-আমলাদের ধানমন্ডি ৩২ ও গণভবন থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব, ধানমন্ডি ৩২ এর পরিণতি যেন সচিবালয়ের না হয়, আমি এটা খুব করে চাইব, মন থেকে চাইব কোনো একসময় হয়তো এই বছর না হোক, ১০ বছর পর হোক, ১৫ বছর পরে, ২০ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর