মাঘের শেষদিকে এসে তাপমাত্রার পারদ বেড়ে ক্ষীণ হয়েছে শীতের অনুভূতি। তবে আগের মতোই শেষরাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশার দাপট। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। এতে মাঘের সঙ্গে বিদায় নিতে পারে শীতও।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী ৩ দিন দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত আগের মতোই থাকবে কুয়াশার দাপট।
এই আবহাওয়াবিদ জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার (৯ ফেব্রুয়ারি) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর