দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিন সমন্বয়ক। গতকাল পৃথক ফেসবুক স্ট্যাটাসে এ ডাক দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল সকাল ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হ্যাশ ট্যাগ দিয়ে ‘রিবিল্ড বাংলাদেশ’ লিখে একটি পোস্ট দেন। এর কয়েক মিনিট পরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেন, ‘লেটস্ মুভ অন বাংলাদেশ, লেটস্ বিল্ড বাংলাদেশ’।
এ ছাড়া সকাল সাড়ে ৯টায় এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘লেটস্ রিবিল্ড বাংলাদেশ’।
এদিকে ছাত্র-আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের পোস্টের তলায় শুভাকাক্সক্ষীরা নানা মন্তব্য করছেন। অনেকে নিজ নিজ পরামর্শ যুক্ত করছেন মন্তব্যের ঘরে। হাসনাত আবদুল্লাহর পোস্টের তলায় আনোয়ার হোসেন নামে একজন লিখেছেন, ‘(দেশ পুনর্গঠন) এখনই, নয়তো কখনোই না।’ শাহীন শাহ নামে একজন লিখেছেন, ‘তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশ নিরাপদ, তরুণরা সুন্দর একটি বাংলাদেশ গড়বে প্রত্যাশা রইল।’ এমন সব মন্তব্যের মধ্যেই কয়েকজন লিখেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ শুরু হবে, তার আগে না।’
উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে শিমুল সারিনা লিখেছেন, ‘ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ হোক সবার জন্য শান্তিপূর্ণ।’ তামান্না ফেরদৌস নামে একজন প্রশ্ন রেখেছেন, ‘আগে আওয়ামী লীগের বিচার। বিচার ছাড়া কীভাবে ভালো কিছু গঠিত হবে!’ আবার কেউ লিখছেন, ‘রিবিল্ড হবে কিন্তু সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে, যতবার ওরা ক্ষমতায় আসছে, এই দেশের মানুষের ওপর বাপ হত্যার প্রতিশোধ নিয়েছে।’
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর