![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকার রাকিব ও রাব্বি।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন জানান, নিহত দুই বন্ধু ঘুরতে বের হয়ে ফেরার পথে মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় দুর্ঘটনার শিকার হন। অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক মাহিন্দ্রাচালক নিহত হয়েছেন। নিহত আজমান মন্ডলের বাড়ি চক পাকুটিয়া গ্রামে।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে আজমান মন্ডল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর