![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনগণের সঙ্গে দূরুত্ব কমিয়ে কাজের মাধ্যমে আস্থা অর্জনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।
হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে পুলিশকে দলীয়করণ করেছে, তার ফলশ্রুতিতেই আমরা জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড দেখেছি। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হাসিনা ও আওয়ামী লীগ পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে রাস্তায় নামিয়ে দিয়ে ছাত্র-জনতার ওপর নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে।
তিনি বলেন, ‘পুলিশের এই বিতর্কিত ভূমিকার কারণে আস্থার সংকটে পড়েছে বাহিনীটি। ছাত্রলীগের যে ক্যাডারদের পুলিশে নিয়োগ দেওয়া হয়েছিল সেই গুটিকয়েক পুলিশ সদস্যের ব্যক্তি স্বার্থের কারণে সমগ্র পুলিশ বাহিনী দলদাস হিসেবে আওয়ামী নির্যাতন-নিপীড়ন, গুম-খুনের সঙ্গে জড়িত হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমরা বলছি, সব পুলিশ কর্মকর্তা বেনজির কিংবা হারুন নন। সেই জায়গা থেকে পুলিশকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, তারা ছাত্র-জনতার পুলিশ।
জনগণের সঙ্গে পুলিশের যে দূরুত্ব তৈরি হয়েছে তা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে কমাতে হবে।’
হাসনাত বলেন, ‘মানুষের আস্থা অর্জনে পুলিশকে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় সহায়তা করতে হবে। অপরাধীদের গ্রেপ্তার করে, আওয়ামী লীগকে প্রতিহত করে জনগণের আস্থা অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ছাত্র-জনতার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে।
কাজেই এটা পুলিশের দায়িত্ব যে, তারা কাজের মধ্য দিয়ে ছাত্র-জনতার প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। এ কাজে আমরা আপনাদের সহযোগিতা করব।’
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর