
পার্শ্ববর্তী মায়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বান্দরবানের ঘুনধুম সীমান্তে নতুন একটি স্থলবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন সরকারের নৌ পরিবহণ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এম সাখাওয়াত হোসেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্ত পরিদর্শন করেন ও সেখানে বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান মায়ানমারের রাখাইল রাজ্যের সাথে একমাত্র স্থলবন্দর হলো ঘুনধুম সীমান্ত। ভবিষ্যতে বাণিজ্যের জন্য ঘুমধুম একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে। এছাড়া এটি এশিয়ান হাইওয়ের সাথে সম্পর্কিত। মায়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ঘুমধুম সীমান্তে একটি আধুনিক স্থলবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর