![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামীলীগ কার্যালয় গুড়িয়ে দেয়া হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়। একই সাথে উপজেলা চত্বর থেকে শুরু করে বেশ কয়েকটি স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি ও রড নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা চালায়। এরপর ভাঙ্গতে শুরু করে। এক পর্যায়ে ভেকু মেশিন নিয়ে একতলা ছাদ বিশিষ্ট এবং চারিদিকে ওয়াল টিনশেড রুমগুলো গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। অন্যদিকে স্থানীয় নিম্ন আয়ের কিছু মানুষ ইট ও রডসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামীলীগে কার্যালয়টি ভাঙচুর চালানো হয়েছিল। রাতে অবশিষ্ট অংশ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর