![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বিপিএলের ফাইনাল খেলানোর জন্য জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনেছিল ফরচুন বরিশাল। সেখানে ‘এসএ টি-টোয়েন্টি’ খেলছিলেন তিনি। তবে এক ম্যাচের জন্য এত পথ উড়িয়ে আনলেও নিশামকে ফাইনাল ম্যাচে খেলায়নি বরিশাল। তাকে ছাড়াই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি।
নিশামকে যে খেলানো হবে না সেটি এই কিউই তারকাকে আগেই জানিয়ে দিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফাইনাল জয়ের পর পুরো ব্যাপারটি খোলাসাও করলেন বরিশাল অধিনায়ক।
তামিম বলেন, ‘(নিশামকে খেলানোর ভাবনায়) আমি খুবই পরিষ্কার ছিলাম। এই ব্যাপারটি আমি দলের কর্ণধারকেও বলেছি আগেই। জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনে, ম্যাচ পেমেন্ট দিয়ে খেলাতে হতো। আমি আগেই বলেছি, ওকে আনা হচ্ছে এই কারণে যে, কোনো ইনজুরি ইস্যু যদি হয়।’
ব্যাখ্যা করে তামিম বলেন, ‘কারণ আমাদের স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের মধ্যে (বাড়তি) একজন ছিলেন ফাস্ট বোলার। কিন্তু যদি কোনো ব্যাটার বা অলরাউন্ডারের ইনজুরি হয়, গতকালকে অনুশীলনে বা আজকে ম্যাচের আগে গা গরমে কারও যদি ব্যাথা লাগত, তার পরিবর্তে নেওয়ার মতো কেউ ছিল না। এজন্য কাউকে আমার লাগতই। ওর (নিশামের) মতো একজনকে পাওয়া মানে তো দারুণ এক বিকল্প থাকা।’
নিশামকে না খেলানো প্রসঙ্গে তামিম আরও বলেন, ‘নিশাম যেকোনো দলে খেলা ডিজার্ভ করে। বিশেষত বিপিএলে যেকোনো দলে খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা সাত–আটটা ম্যাচ ধরে খেলছে, উইকেট ও প্রতিপক্ষকে বুঝতে পারে; কারণ, তাদের (চিটাগংয়ের) সঙ্গে আমাদের খুব কম সময়ে তিনটা খেলা হয়েছে, সঙ্গে উইনিং কম্বিনেশন। আমি আমার মাথায় খুব পরিষ্কার ছিলাম যে এটা বদলাব না।’
রার/সা.এ
সর্বশেষ খবর