![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় বিরল প্রজাতির একটি নীল গাই উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই নীল গাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে তারা।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বেলা ১১ টার দিকে ওই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে ওই গাইটিকে বের হতে দেখে স্থানীয় কয়েকজন। হঠাৎ করে এরকম গাই দেখে তারা ভিত হয়ে যান। পরে স্থানীয় আরো কয়েকজন দেখে এটি নীল গাই বলে সনাক্ত করতে সক্ষম হন। পরের স্থানীয়রা গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয়।
পরে প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গাইটিকে এক ঝলক দেখতে সকলে ভিড় জমান। পরে গাইটিকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
পুলিশ গাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আমরা রাজশাহী বন বিভাগের সাথে যোগাযোগ করেছি। তারা আসলে আমরা তাদরে হাতে তুলে দিব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর