![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির কার্যালয়ে ঢোকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয়পক্ষ। শনিবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করে বলেন, তিনি তার অনুসারীদের নিয়ে দুপুর ১টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির অফিসে যান।
এসময় অফিসে ঢোকার পথে বাধা দেয় সিরাজগঞ্জ-২ ও সিরাগঞ্জ-৬ বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. এমএ মুহিতের অনুসারীরা। একপর্যায়ে গোলাম সরোয়ার এবং তার অনুসারীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করলে দৌড়ে গিয়ে দাবারিয়ার বাড়িতে অবস্থান নেন। এসময় ড. এমএ মুহিতের অনুসারীদের হামলায় গোলাম সরোয়ারসহ তার অনুসারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আব্দুল কুদ্দুস, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি করেন গোলাম সরোয়ার।
অপরদিকে শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পালটা সংবাদ সম্মেলন করেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী শাকিক এবং শাহজাদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হুমায়ুন কবীর বলেন, গোলাম সরোয়ার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা থাকার সময় কমিটি দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নিয়ে কমিটি না দেয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ক্ষুব্ধ তার উপর। এরপর গত ১৭ বছরে বিএনপি অফিসে না আসলেও হঠাৎ করে আওয়ামী লীগ ও বিএনপির নিষ্ক্রিয় কর্মীদের নিয়ে পার্টি অফিস দখলের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হয়েছে।
এদিন বিকেলে উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের জানান, গোলাম সরোয়ার ঢাকায় রাজনীতি করলেও স্থানীয় নেতৃবৃন্দের সাথে তার কোন সম্পর্ক নেই।
গত ১৭ বছর তিনি এলাকার কোন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখেননি। হঠাৎ তিনি স্থানীয় নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসরদের সাথে নিয়ে পার্টি অফিসে ঢুকতে নিলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর