![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বগুড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের ভুট্টা ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ওই নারীর নাম ছাবেদা বেগম (৬০)। তিনি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের কুড়শাপাড়া এলাকার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
পুলিশের এই কর্মকর্তা জানান, ছাবেদা বেগম দশ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে পরিবারের লোকজন মাইকিংও করেছিলেন। এছাড়া গতকাল ওই এলাকায় ছাবেদা বেগমকে ঘুরতেও দেখেছে এলাকাবাসী৷ পরে ভূট্টা ক্ষেত থেকে আজ দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর