![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
নবীগঞ্জ উপজেলার বাউসী গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে তারা মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩রা ফেব্রুয়ারি) দুপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের আব্দুল বারিকের ছেলে তারা মিয়া এবং একই গ্রামের কালঅ মিয়া, আবেদ আলী ও বানিয়াচংয়ের দৌলতপুর গ্রামের আজমান মিয়া, মিলন মিয়া, তাহের মিয়াগংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ দেখা দেয়।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাউসী গ্রামের তারা মিয়া দৌলতপুরের চকবাজার যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরধরে আজমান মিয়া, মিলন মিয়া, কালা মিয়া, আবেদ আলী ও তাহের মিয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিয়ার উপর হামলা করে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ খবর তারা মিয়ার বাড়িতে পৌঁছলে তার স্বজনরা তারা মিয়াকে বাঁচাতে এগিয়ে গেলে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।
এতে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গুরুতর আহত তারা মিয়া (৫০), বরকত উল্লা (৪৫), মহমেদ উল্লা (৪২), আতাউর রহমান (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত রাবেয়া বেগমসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত তারা মিয়ার অবস্থা শংকাটপন্ন হওয়ায় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ার আহতদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আহত তারা মিয়ার স্ত্রী আহত রাবেয়া বেগম জানিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
একই লোকজন রবিবার (২রা ফেব্রুয়ারি) বিকালে হাওরে যাওয়ার পথে বাউসী গ্রামের আনু মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) কে বেধড়ক মারপিট করে হাড়ভাঙ্গা জখম করে।
আহত জালাল মিয়াও সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর