![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার সত্রাশয় এলাকায় প্রাইভেট কার চাপায় পুলিশের উপ পরিদর্শক (এএসআই) রুস্তম আলী মারা গেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন। নিহত রুস্তম আলী মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামে।
থানা সূত্রে জানা যায়, গত বছরের মার্চ মাসে মুক্তাগাছা থানায় পুলিশের উপ পরিদর্শক হিসেবে যোগদান করেন। শনিবার দুপুরে ওয়ারেন্ট তামিল করতে থানা থেকে বের হয়। বিকেল সাড়ে ৪টার দিকে থানায় ফেরার সময় ময়মনসিংহ-টাঙ্গাইলে মহাসড়কের সত্রাশিয়া এলাকায় একটি পানিভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়।
এ সময় তিনি সড়কে ছিটকে পড়লে অন্য একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় তিনি মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ওয়ারেন্ট তামিল করতে দুপুরে থানা থেকে বের হয়ে স্থানীয় মনতলায় যান এএসআই রুস্তম আলী। বিকেলে থানার ফেরার সময় প্রাইভেট কার চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যার তার মৃত্যু হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর