![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাকককানইবি) ছাত্রশিবিরের উদ্যোগে ১ম বারের মতো দুই দিন ব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কদমতলায় এই উৎসব শুরু হয়। দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি খালিদ মাহমুদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম।
ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে।দুই দিনব্যাপী উৎসবটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকাশনা উৎসবে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পাবলিকেশন থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ের মধ্যে, ছাত্রশিবিরের সংবিধান, কর্মপদ্ধতি, এসো আলোর পথে, আমরা কি চাই কেন চাই কীভাবে চাই, মোরা বড় হতে চাই, বাংলার মুসলমানের ইতিহাস, বিষয়ভিত্তিক আয়াত ও হাদীস সংকলন সহ ২ শতাধিক বই রাখা হয়েছে।
এছাড়াও নববর্ষের ক্যালেন্ডার,জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরি,চাবির রিং ও বিভিন্ন ধরনের ইসলামী বইয়ের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক এবং ক্যারিয়ার গঠনে সহায়ক বইও বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে।
উৎসবের ১ম দিনেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে। উদ্বোধনের সাথে সাথেই শিক্ষার্থীরা স্টলে ভিড় জমান এবং পছন্দের বই সংগ্রহ করেন। আবার অনেকেই শিবিরের কার্যক্রম সম্পর্কে জেনে আগ্রহী হয়ে সমর্থক ফর্ম পূরণ করেন।
উৎসব ঘুরতে আসা ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী বলেন ‘শিবির সম্পর্কে বিগত সময়ে আমাদের মনের মধ্যে একটা নেতিবাচক ধারণা ঢুকানো হয়েছিল। এখানে এসে তাদের কার্যক্রম সম্পর্কে জেনে সেই ভুলগুলো কেটে গেছে।’
সমাজবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে শিবিরের বইগুলো জঙ্গীবাদের শিক্ষা দেয়। তবে এই বইগুলো দেখে আমার তা মনে হয়নি। এই ধরনের উৎসব আমাদের মেধা ও মননশীলতাকে আরও শাণিত করবে। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ছাত্রশিবিরের সদস্য সাদ-কবির বলেন, ‘ বিগত বছরগুলোতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ছাত্রশিবিরের এ ধরণের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করতে দেয়নি।
ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। বিগত সরকারের সময়ে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম শিক্ষার্থী তথা মানবজাতির কল্যাণে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর