গেল দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস গতকালই পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। হাতে দুই উইকেট রেখে মাত্র ৫৪ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা আজ সকালে যোগ করতে পেরেছে মাত্র ২০ রান।
এতেই অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। যা অস্ট্রেলিয়া তাড়া করেছে ৯ উইকেট হাতে রেখে। বিশাল জয়ে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে অজিরা।
সর্বশেষ ১৪ বছরে এশিয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় সিরিজ জয় এটি। অন্যটি ২০২২ সালে, পাকিস্তানে। ২০২২ সালে পাকিস্তানে সিরিজ জয় বাদ দিলে এশিয়ায় অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজ জয়টিও এসেছিল এই শ্রীলঙ্কার মাটিতে, ২০১১ সালে।
৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার শেষ ভরসা হয়ে টিকে ছিলেন কুশল। প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৪৮ রানে। আজ তিনি যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। সব মিলিয়ে শ্রীলঙ্কা শেষ দুই উইকেট নিয়ে ব্যাটিং করতে পেরেছে আধা ঘণ্টা।
অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে সাতটি করে উইকেট নিয়েছেন। দুজনে মিলে দুই টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। কুনেম্যানের ১৬টির সঙ্গে লায়ন নিয়েছেন ১৪টি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর