
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫। আবাসন ব্যবসয়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই ফেয়ার চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন মেলাটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এরআগে গত ৩ ফেব্রুয়ারি রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া।
২০১৫ সালের শেষ দিকে আবাসন খাতের সোনালি দিনের যাত্রা শুরু হয়। এরপর থেকেই ধারাবাহিকভাবে চট্টগ্রামে আয়োজিত হচ্ছে রিহ্যাব মেলা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১৬টি মেলা করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্য, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি ও কাতারে একটি করে এবং দুবাইয়ে দুটি ‘রিহ্যাব হাউজিং ফেয়ার করেছে। এসব ফেয়ার আয়োজনের ফলে দেশ-বিদেশে বাংলাদেশের গৃহায়ণশিল্পের বাজার বাড়ছে। প্রবাসী ক্রেতারা সহজে দেশে তাদের পছন্দের আবাসন বেছে নিতে পারছেন। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে দেশে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর