![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
হালুয়াঘাটে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ধর্ষিতার পিতা উপজেলার ধোপাগুছিনা গ্রামের আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ৪ জনকে আসামী করে অভিযোগ দায়ের করলে শনিবার রাতেই ধর্ষণের সহায়তাকারী অভিযুক্ত মেহেদীকে আটক করেছে থানা পুলিশ।
মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় নানার বাড়িতে যাওয়ার পথে নয়াপাড়া গ্রামের মান্নানের পুত্র তারেক,একই গ্রামের মেহেদী ও রাজিবের সহায়তায় কিশোরীকে অপহরণ করে দক্ষিণ নয়াপাড়া গ্রামের কাইজান খাল সংলগ্ন নির্জন স্থানে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্ষক তারেকের পিতা আব্দুল মান্নান ঘটনা ধামাচাপা দেয়ার জন্য কিশোরীকে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলায় বিভিন্ন আত্মীয়ের বাড়িতে সময় ক্ষেপণ করে।
হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর