![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মহেশখালীর কয়লা বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় চার্জশিটভুক্ত আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি রোববার কক্সবাজার স্পেশাল জজ ও জেলা দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার স্পেশাল জজ ও জেলা দায়রা জজ মুন্সি আব্দুল মজিদ এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনে দায়ের করা ওই মামলায় চলতি বছরের ২৫ জানুয়ারি চার্জশিট দেয় আদালতে। ওই দিন আদালত সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ ও দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট সিরাজ উল্লাহ আমার দেশকে জানান, দুদকের মামলায় জামিনের আবেদন করেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি জানান, মোহাম্মদ রুহুল আমিন দুদকের দেয়া চার্জশিটে প্রধান অভিযুক্ত। এই মামলায় ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সূত্রমতে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ করা হয়। জমির অধিগ্রহণের টাকা নিয়ে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে মামলা করেন মাতারবাড়ির মৃত নূর আহমেদ সিকদারের ছেলে একেএম কাইছারুল ইসলাম। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ২৫ জানুয়ারি কক্সবাজার স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
দুদকের চার্জশিটে ৫ জনকে অভিযুক্ত করা হয়। এরা হলেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসনের তৎকালীন নাজির স্বপন কান্তি পাল, কক্সবাজারের সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার ও জেলা প্রশাসনের স্টেনোগ্রাফার মো. জাফর আহমেদ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর