![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ফেনীর দাগনভূঞায় ছাত্রদলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১০ জন। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, দাগনভূঁঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক জাবেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন পথচারী।
স্থানীয়রা জানায়, শেখ হাসিনার বিচারের দাবিতে একটি গ্রুপ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল জাবেদের আরেকটি গ্রুপ দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এসময় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পথচারীসহ ১০ জন আহত হয়।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর