![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
জয়পুরহাটে জেলার ১৯টি হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে- জেলা জাতীয়তাবাদী কৃষকদল। রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনের শহীদ বিশাল চত্বরে- এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে পূর্বের ভাড়া বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিন প্রমুখ।
বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে।
এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। তাতে আলু চাষি কৃষকরা লোকসানের মুখে পড়েছেন, তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর