![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ঠাকুরগাঁও জেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলায় পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. শামছুল হক (৫০)। দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. শাহাদৎ আলী (৪৭)। দানার হাট গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. মেহেদী হাসান (২৫)। হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আব্দুল আউয়াল (৫২)। তিনি ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য।
পীরগঞ্জ থানা- পীরগঞ্জের পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০)। সনগাঁও গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. সাগর আলী (২২)। বর্তমানে জয় বাংলা (মোড়) এলাকায় বসবাস করছেন।
রুহিয়া থানা- রুহিয়ার আসাননগর গ্রামের মৃত রফিজ উদ্দিন সরকারের ছেলে মো. তাহেরুল ইসলাম (৪৮)। তিনি ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সদস্য। কশালগাঁও গ্রামের মো. অসিব উদ্দিনের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০)। তিনি ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সদস্য।
রানীশংকৈল থানা- রানীশংকৈল কলেজপাড়া বন্দর গ্রামের বিষু বসাকের ছেলে মো. স্বাধীন বসাক (৩০)। দোশিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মো. লুৎফর রহমান (৪০)।
বালিয়াডাঙ্গী থানা- বালিয়াডাঙ্গীর বড়বাড়ি রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. সাজিদুর রহমান (সাজিদ) (৩৬)। বড়বাড়ী রূপগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. জয়নুল হক (৪৩)। তিনি ৮নং বড়বাড়ী ইউনিয়নের সদস্য। মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫)। তিনি ৭নং আমজানখোর ইউনিয়নের সদস্য। বোবরা গ্রামের মো. শামসুদ্দিন মিয়ার ছেলে মো. জিন্নাহ আলী (৩৬)। বড়বাড়ী (বুধু মেম্বার পাড়া) গ্রামের মো. রশিদুল হকের ছেলে মো. মাহাবুব আলম ওরফে বুধু আলম (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধিও রয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যেগুলো তদন্তের আওতায় রয়েছে।
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান,"আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হবে।"
এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নাশকতা-সংক্রান্ত মামলাগুলোর ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর