
নোয়াখালী হাতিয়া ও গাজীপুরে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে নাগরিক কমিটির অন্যতম সদস্য কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর ২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালীর মাইজদী বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তরুণ নেতা তুহিন ইমরান বলেন,আমরা প্রত্যেক থানায় 'ইমারজেন্সি রেসপন্স টিম' গঠনের দাবি জানাই, যা দ্রুততম সময়ে অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পারবে।”
এ সময় সমাপনী বক্তব্যে কাজী মাইনুদ্দিন মোহাম্মদ তানভীর প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে হাতিয়ার হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যে, বাংলাদেশের প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত না করে ঘরে ফিরবো না।তিনি আরও বলেন,এই দেশে আমাদের সবার সমান গণতান্ত্রিক অধিকার রয়েছে। প্রশাসন যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা জনগণই এর উপযুক্ত জবাব দেবে।
বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা প্রশাসনের ব্যর্থতা মানি না,গণতন্ত্র পুনরুদ্ধার চাই অবৈধ অস্ত্র উদ্ধার কর' এমন নানা স্লোগানে মুখরিত করে তোলে শহরের রাজপথ বক্তারা আগামী দিনে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন এবং সকল গণতন্ত্রকামী নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর