![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ৮ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার।
অভিযানে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে তিন লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-৬ কে এক লাখ, মেসার্স আলী আকবর ব্রিকস-১, মেসার্স আলী আকবর ব্রিকস-২, একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মেসার্স সফুর ব্রিকস, মেসার্স রাকমান ব্রিকস, মেসার্স আওয়াল ব্রিকস-১, মেসার্স আওয়াল ব্রিকস-২ কে দুই লাখ করে করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেচ্ছা আক্তার বলেন, ‘ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ, সংশোধন) আইন, ২০১৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আটটি ইটভাটাকে মোট ১৬ লাখ টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসিসহ র্যাব-৪, জেলা পুলিশ ও সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহযোগিতা করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর