![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের বিগত সময়ের সমন্বয়ক সহ অধিকাংশকে স্থান না দেয়ায় কমিটি বিলুপ্তির দাবীতে উত্তরবঙ্গ ব্লকড কর্মসূচি পালিত করেছে বঞ্চিতরা। রবিবার সন্ধ্যার আগে যমুনা সেতু পশ্চিম পাড় গোল চত্বরে এ ব্লকড কর্মসূচি পালন করে। প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন সমন্বয়ক ও ছাত্ররা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলন চলাকালীন বিগত কমিটির প্রধান সমন্বয়ক মুনতাসির হাসান মেহেদী বলেন, ৫ আগস্টের আগে যারা জীবনবাজি রেখে আন্দোলন করেছিল তাদের নাম কমিটিতে নাই। এ কারণে নতুন ঘোষিত কমিটির ৩৭জন ইতোমধ্যে পদত্যাগ করেছে। তাদের অভিযোগ কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের স্থান নেই উল্লেখ করে বলেন, আজ ১০ মিনিট অবরোধ করা হয়েছে। আগামীকাল ১০টার মধ্যে বৈষম্যমুলক কমিটি স্থগিত করা না হলে আগামীকাল ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হবে। একইসাথে আন্দোলনে যারা নেতৃত্বে দিয়েছে তাদেরকে কমিটিতে স্থান দেয়ার আহ্বান জানান।
অবরোধকালে ছাত্র সমন্বয়ক সালমান জোয়ারদার, ইমরান হাসান, তোহা খান, আবু হানিফ তালুকদার, আমানুল্লাহ আসিফ, বিএম কামরুল, নাজমুল হাসান, রাবিতা ভুইয়া, আনজারুল ইসলাম, রায়গঞ্জ প্রতিনিধি এশাসহ বিভিন্ন উপজেলার ছাত্ররা উপস্থিত ছিলেন। এর আগে একই দাবীতে শহরে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে ছাত্ররা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর