![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি, ২০২৫—ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম ইন্ডিয়ান ওশান সম্মেলন (আইওসি)। এই সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে অংশগ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সম্মেলনের ফাঁকে, তারা এক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে শেখ হাসিনার লাগাম টেনে ধরার পাশাপাশি সম্পর্ককে আর খারাপ না করার বার্তা দিল্লিকে দেবে ঢাকা।
এটি হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে। এতে দুই দেশ পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্পর্ক উন্নতির বিষয়ে একমত হয়। গত ডিসেম্বরে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। সম্প্রতি, বাংলাদেশ ভারতের আচরণ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। ভারতের সীমান্তে অযাচিত উত্তেজনা তৈরি, কলকাতা ও আগরতলায় বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা, এবং ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচারের মতো কর্মকাণ্ডগুলো বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা, এই বৈঠকে ভারতের কাছে এগুলো বন্ধ করতে এবং ভারতে আশ্রয় নেয়া পলাতক অপরাধীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত রাখার আহ্বান জানাবে। একই সঙ্গে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশে হস্তক্ষেপের বিরোধিতা করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর