
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা থানা পুলিশ ৩ জন কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম বাবু, ইউপি সদস্য নাজমুল হুসাইন ও নয়ন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় পাংশা মডেল থানার এস আই নজরুল ইসলাম বাদী হয়ে পাংশা থানায় মামলা দায়ের করেছে মামলা নং ৫ তারিখ ৯/২/২০২৫ ইং।
মামলার এজহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সকলেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লিফলেট বিতরণ করার সাথে জড়িত, তাদের নিকট থেকে ৩০ টি লিফলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন তাদের গ্রেপ্তারকরা হয়েছে সুনিদির্ষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর