
কক্সবাজারের রামুতে মাদক (গাঁজা) বিক্রির প্রতিবাদ করায় মাদকাসক্ত কিশোরের ছুরিকাঘাতে ছমিউদ্দিন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা মাদরাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছমিউদ্দিন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছেলেটা দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক কারবারিদের মাদক বহন করে আসছিল। রবিবার বিকেলে এনিয়ে স্টেশনের একটি দোকানে ওই কিশোরকে মাদক বহন না করতে নিষেধ করলে শিশু তারেক বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছমিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। ঘাতক কিশোর মো. তারেক নন্দাখালী রাস্তার মাথা বইজ্জাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, ওই কিশোর মাদকাসক্ত এবং দীর্ঘদিন একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্রের ছত্রছায়ায় ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এলাকায় বিক্রি করে আসছিলো।
রবিবার বিকাল ৫ টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রইঙ্গার পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ জানালে মাদক ব্যবসায়ি চক্রের সদস্য তারেক স্থানীয় বাসিন্দা ছমি উদ্দিনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেন। নিহত ছমি উদ্দিনের এক ছেলে পুলিশের উপ-পরিদর্শক বলেও জানান চেয়ারম্যান প্রিন্স।
রামু থানার অফিসার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর