![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বিপিএলজয়ী ফরচুন বরিশালের ক্রিকেটারদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বেলস পার্কে মানুষের ঢল নেমেছিল। মানুষ এতই বেশি ছিল যে, তামিম বাহিনীকে তড়িঘড়ি করে মঞ্চ ছাড়তে হয়। লাখো মানুষের ভিড়ের কারণে তাদের নিরাপত্তা টিম জায়গাটিকে আর নিরাপদ মনে করছিল না।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাটার্ড বিমানে করে বরিশালে উড়ে যান দলটির বেশিরভাগ সদস্য। এসময় তাদের সঙ্গে ছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিকসহ টিম ম্যানেজমেন্টের অনেকেই। মূলত ট্রফি জয়ের আনন্দ বরিশালবাসীর সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির। খেলোয়াড়দের আগমন উপলক্ষে বরিশালের বেলস পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তামিম ইকবালদের পরিকল্পনা ছিল, বেলস পার্কে বরিশালের সমর্থকদের সঙ্গে ভালো একটা সময় কাটাবেন। প্রত্যেক ক্রিকেটার শুভেচ্ছা বিনিময় করবেন। কিন্তু মানুষের চাপে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। তাই দুঃখ প্রকাশ করেছেন টানা দুটি শিরোপাজয়ী অধিনায়ক।
ফেসবুক ভিডিওতে তামিম বলেছেন, ‘আপ্লুত আপনাদের (বরিশালবাসী) ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’
সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমি দেশে-বিদেশে অনেক দলে খেলেছি। কিন্তু ফরচুন বরিশালের ফ্যানবেজ কোথাও দেখিনি। আপনারা যা দেখিয়েছেন, আমরা আপ্লুত।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর