
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলার আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। আতশি বেগমকে (৫৫) আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল করিমএর সাথে একই গ্রামের আব্দুস সালামএর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার জমিতে হালচাষ করতে গেলে উভয়পক্ষের মারমুখি অবস্থানে সোনা সরদার বিরোধ নিষ্পত্তি করতে গেলে রশিদ, সালাম, আতশি বেগমসহ তাদের লোকজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
কোদালের ওপর পড়ে নাকে ও কপালে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আতশী বেগমকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, আব্দুল আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর