
রাজবাড়ী জেলা কারাগারে অসুস্থ হয়ে আলেয়া বেগম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ওই হাজতিকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলেয়া বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আলেয়া বেগম একটি মাদক মামলায় চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে হাজতি হিসেবে জেলা কারাগারে ছিলেন।
রোববার রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করেই তার বুকে ব্যথা শুরু হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর