
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা মোড় ও স্লুইজগ্রেটের পশ্চিমে চার রাস্তা মোড়ে যানজট নিরসনে কাজ করছে গ্রাম পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সপ্তাহে সলঙ্গা থানা এলাকায় সবচেয়ে বড় হাট বসে।
আর এই জন্যই বাজারে আসা সাধারণ মানুষ বাজার করে শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য সলঙ্গা থানা পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। সোমবার সকাল থেকেই যানজট নিরসনে গ্রাম পুলিশদের কাজ করতে দেখা গেছে।
জানা যায়, সলঙ্গা থানায় নতুন ওসি মনিরুজ্জামান যোগদান করার পরেই দৈনিক খোলা কাগজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মতিন সরকার ও
মোহনা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানা সলঙ্গা বাজারের যানজট নিয়ে ওসির সাথে মতবিনিময় করেন। এসময় যানজটের বিষয়টি উপস্থাপন করায় সাধুবাদ জানিয়ে যানজট নিরসনের জন্য ব্যবস্থা নিবে বলে ওসি মনিরুজ্জামান আশ্বাস দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,সলঙ্গা বাজারের রাস্তার ওপর সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কারণে জট লেগে থাকে। এছাড়া অটোরিকশা চালকরা নিয়ম না মেনে চলায় দীর্ঘসময় যানজটে আটকা পড়তে হয়।
এমন পরিস্থিতিতে যাতে কোনো দুর্ভোগে না পড়ে সে কারণে বাজার কমিটি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলে প্রতি সোমবার ৪ জন গ্রামপুলিশ যানজট নিরসনে মোতায়েন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর