কিশোরগঞ্জে আনন্দ র্যালি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন হওয়া উপলক্ষ্যে এ আনন্দ র্যালি করেন তাঁরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের নেতৃত্বে র্যালিটি গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলার আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, মুখ্য সংগঠক শরিফুল হক জয়, মুখপাত্র সাব্বিরুল হক তন্ময়, সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন মিয়া, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রনি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসীম, যুগ্ম সদস্য সচিব আদিফুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক রহমত উল্লাহ চৌধুরী হাসিন প্রমুখ।
বক্তারা বলেন, দিল্লিতে বসে স্বৈরাচারিণী শেখ হাসিনা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে। ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বলতে চাই আপনি ইতোমধ্যে লক্ষ্য করেছেন এই তরুণ বিপ্লবীরা ঘুমিয়ে যায় নাই। আপনি যে স্পর্ধা দেখিয়েছেন ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাবাহিনী তাঁরা দুই হাজার ছাত্র জনতাকে শহীদ করার পরও ন্যূনতম তাদের ভ্রূক্ষেপ নেই, তাদের কোনো অনুশোচনা নেই।
আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের হাতে দুই হাজার ছাত্র জনতার রক্ত লেগে আছে, যারা ছাত্র জনতাকে পঙ্গু করেছে নিঃস্ব করেছে তাদের আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনীতি করতে দেয়া হবে না। কিশোরগঞ্জেও আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনীতি চলবে না। যারাই স্পর্ধা দেখাবে আমরা তাদের প্রতিহত করবো।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর