![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ভোলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার আশঙ্কায় কোস্টগার্ড ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে। গতকাল রবিবার রাত ১১ টার থেকে আজ সোমবার সকাল ৭ টা পর্যন্ত ভোলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. হারুন অর রশিদ জানান, রবিবার রাত ১১ টা থেকে আজ সোমবার সকাল ৭ টা পর্যন্ত তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট চালান।
এসময় নাশকতার আশঙ্কায় ১৪ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে ভোলা সদর মডেল থানা, দৌলতখান ও লালমোহন থানার পুলিশ সদস্য অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে। এর মধ্যে সদর ১ জন, দৌলতখানে ২ জন ও লালমোহনে ১ জন রয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লিগের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করে পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর