দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী হাওলাদার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ফেব্রুয়ারি) মোরেলগঞ্জের ফেরি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান।
এর আগে, রোববার দিবাগত রাতে বিশেষ অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন, রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাটাবুনিয়া গ্রামের মফেজ ফরাজীর ছেলে মো. শফিকুল ইসলাম(৩২), গুয়াতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন(৬৫) ও তেলিগাতী গ্রামের সুলতান শেখের ছেলে মো. আসাদ শেখ(৪৮)।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। এর আগে, রোববার দিবাগত রাতে বিশেষ অভিযানে আরও ৩ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর