![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ব্যাংক কর্মকর্তার বিদেশি পিস্তলসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ভোর রাতে গভীর রাতে ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর বিসিক এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা সোহেল রানাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ দল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আটক সোহেল রানা ঠাকুরগাঁও রোড এলাকার মৃত খোরশেদ আলীর (মংলু মেকার) ছেলে এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া একই অভিযানে জেলার বিভিন্ন স্থানে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে, ব্যাংক কর্মকর্তা সোহেল রানার স্ত্রী স্নেহা জানান, তাদের বাসায় কেউ অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। তিনি সঠিক তদন্তের দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর