![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ও সোমবার তাঁদের গ্রেফতার করা হয়।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বোয়ালখালী এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আফজাল হোসেন (৪৬) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৪৩)-কে গ্রেপ্তার করে পুলিশ।এছাড়াও একই দিন মধ্য রাতে উপজেলার মেরুং রেংকার্য্য এলাকা থেকে যুব লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দীঘিনালা উপজেলার মেরুং ৯ নম্বর ওয়ার্ড যুব লীগের সভাপতি ও রেংকাইজ্জা এলাকার মো. রাশেদের ছেলে মো. হাসেম (২৭), যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. ফজলুল হকের ছেলে মো. হেলাল উদ্দিন (৩২), যুবলীগের সহ দপ্তর সম্পাদক ও তুতা মিয়ার ছেলে মো. আলী আকবর (৪৭), যুবলীগের সদস্য ও মো. ফজলুল হকের ছেলে মো. আনোয়ারুল হক (২৮)।
এর আগে, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভি দে- কে ২৪ মাইল এলাকা থেকে গ্রেফতার করে মহালছড়ি থানা পুলিশ। গুইমারা উপজেলা থেকে ৪ ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা সদর থেকে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, 'গতকাল থেকে আজ পর্যন্ত মোট ১২জনকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় আত্মগোপনে আছে তাদেরও গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমাদের ডেভিল হান্ট অভিযান চলবে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর