
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দুই বিভাগে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্নাতক (সম্মান) পরীক্ষায় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ বা দ্বিতীয় বিভাগ ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
এছাড়া মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মোট ছয় দশমিক পাঁচ থাকতে হবে। কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ এর কম থাকা যাবে না।
জানা যায়, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং নৃত্যকলা বিভাগে শূন্য আসনে শিক্ষার্থীরা শূন্য আসনে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নৃত্যকলা বিভাগে মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং অন্যদিকে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা আগামী ১৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
থিয়েটারে মাস্টার্সে ভর্তিচ্ছুরা থিয়েটার/সংগীত/নৃত্য/আবৃত্তি/চারুকলা/অডিও-ভিজ্যুয়ালসহ প্রভৃতি পরিবেশনা কলায় অধ্যয়ন অথবা তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ মার্চের মধ্যে নির্ধারিত ভর্তির আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে হবে। ভর্তির তথ্য ও ভর্তির আবেদন ফরম বিভাগের ওয়েবসাইট du.ac.bd/body/tmu অথবা বিভাগের অফিস থেকে সংগ্রহ করা যাবে। ভর্তির আবেদন ফরম সরাসরি অফিস চলাকালীন জমা দিতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য তিন হাজার টাকা।
অন্যদিকে নৃত্যকলায় ভর্তির আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো বাধ্যবাধকতা নেই। সে ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের নৃত্য গুরু অথবা নৃত্য প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে।
ভর্তি ফরমের মূল্য আড়াই হাজার টাকা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের (নিচ তলা) নৃত্যকলা বিভাগের ১০৯৮ নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর