![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
দুটি হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ।
জয়পুরহাট থানা পুলিশের উপপরিদর্শক ফারুক জানান, দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন (৬২)।
জয়পুরহাট জেলা সদরের খনজনপুর সাব রেজিস্ট্রার অফিস চত্বরে অবস্থান করছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আগস্ট মাসে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা সহ অন্যান্য মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন কে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বিকাল সাড়ে ৫ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এস আই ফারুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর