
সম্প্রতি ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটিতে ৫ আগস্ট পূর্ব গঠিত কমিটির সমন্বয়নকসহ অধিকাংশকে ছাত্রকে স্থান না দেয়ায় কমিটি বিলুপ্তি এবং নতুন কমিটি গঠনের দাবীতে উত্তরবঙ্গ ব্লকড কর্মসূচি পালিত করেছে বঞ্চিতরা। সোমবার বিকেল চারটা থেকে দফায় দফায় যমুনা সেতু পশ্চিমপাড় গোল চত্বর এলাকায় এ ব্লকড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সাথে উত্তরবঙ্গগামী দুটি ট্রেনও আটকে দেয়া হয়েছে।
ছাত্র সমন্বয়করা বলেন, ৫ আগস্টের আগে যারা জীবনবাজি রেখে আন্দোলন করেছিল তাদের নাম নতুন কমিটিতে নাই। নতুন কমিটিতে ছাত্রলীগসহ ৫ তারিখ পরবর্তী সুবিধাবাদীদের স্থান দেওয়া হয়েছে। তাদের অভিযোগ কমিটি গঠনে বৈষম্য করা হয়েছে।
বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের স্থান নেই উল্লেখ করে বলেন, দ্রুত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানান।
অবরোধকালে ছাত্র সমন্বয়ক মুনতাসির হাসান মেহেীদ, সালমান জোয়ারদার, ইমরান হাসান, তোহা খান, আবু হানিফ তালুকদার, আমানুল্লাহ আসিফ, বিএম কামরুল, নাজমুল হাসান, রাজিতা ভুইয়া, আনজারুল ইসলাম ও রায়গঞ্জ প্রতিনিধি এশাসহ বিভিন্ন উপজেলার বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর