![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আগুনে পুড়ে ছাই হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে মাদ্রাসা ও এতিমখানা।
পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস।
সন্ধ্যার পর পুড়ে যাওয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে যান সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের অধিনায়ক।
মাদ্রাসার অধ্যক্ষ সলিমুল্লাহ জানান, 'মাদ্রাসার আসবাবপত্র এবং এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর