![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুলিতে নিহত রাব্বি মিয়া (২২)র মরদেহ পরিবারের অনাপত্তির কারণে উত্তোলন করা হয়নি। বিজ্ঞ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিপিলএর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগজ্ঞ থানার এসআই গাজী মাহতাব উদ্দিন ও সোহাগ মিয়া এবং তারাকান্দি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ পঞ্চাশে রাব্বীর লাশ কবর থেকে উত্তোলন করতে যান।
এ সময় মামলার বাদী অন্তর মিয়া, রাব্বির পিতা রহিম মিয়া, আবুল হোসেন, সুরুজ মিয়া, জহির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আঃ হাই, রাব্বির বন্ধু মনিরুজ্জামান মানিকসহ দুই শতাধিক গ্রামবাসী উপস্থিত হন। কিন্তু পরিবারের সদস্যদের অনাপত্তি কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি বলে জানাগেছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ২০/০৭/২০২৪ ইং তারিখের বিকাল সাড়ে ৫টার সময় নারায়নগঞ্জের সিদ্ধিরগজ্ঞ এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রছাত্রী জনতার উপর হামলা করে। এ সময় থানার ডাচ বাংলা ব্যাংক প্রিয়ম নিবাসের পাশে খুসবো ভবনের ৪র্থ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা রাব্বি মিয়া (২২)এর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার সময় মৃত্যুবরণ করে। পরিস্থিতি অনুকূলে না থাকায় পোস্টমর্টেম ছাড়াই পরদিন সকাল ১১টায় তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী এলাকার সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ ঘটনায় গুলিতে নিহত রাব্বি মিয়া (২২) এর বড় ভাই অন্তর মিয়া বাদী হয়ে নারায়নগঞ্জের একেএম শামীম ওসমানকে প্রধান আসামী করে ৬৯জনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত ১৫০/২০০ জনের বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগজ্ঞ থানায় মামলা দায়ের করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগজ্ঞ থানার এসআই গাজী মাহতাব উদ্দিন করেন। মামলা নং ১৭ (১১/০৯/২০২৪ ইং)।
গত ২২/১০/২০২৪ ইং তারিখে নারায়গঞ্জের সিনিয়র জুডিমিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত মামলার সুষ্ঠুতদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মৃত রাব্বি মিয়ার লাশ উত্তোলনপূর্বক ময়নাতদন্তের অনুমতি প্রদান করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর